​নিজস্ব সংবাদদাতাঃ ২০০২ সালে টলি তারকা জিৎ অভিনীত ছবি 'সাথী' বক্স অফিসে দারুণ হিট করেছিল। এই ছবিতে জিতের বিপরীতে অভিনয় করেছিল প্রিয়াঙ্কা উপেন্দ্র। দীর্ঘ বছর পর এই জুটিকে আবারও একই ফ্রেমে দেখা গেলো। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেই ফ্রেমবন্দি ছবি।