মুক্তি পেল টি-২০ বিশ্বকাপের অ্যান্থেম, শুনুন এখনই

author-image
Harmeet
New Update
মুক্তি পেল টি-২০ বিশ্বকাপের অ্যান্থেম, শুনুন এখনই

নিজস্ব সংবাদদাতাঃ ১৭ অক্টোবর থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। আজ বৃহস্পতিবার সেই টুর্নামেন্টের অ্যান্থেম প্রকাশিত হল। গানটির নাম ‘লিভ দ্য গেম’। গানটিতে বিরাট কোহলি থেকে কায়রন পোলার্ড হয়ে রাশিদ খান- বিশ্বকাপে অংশগ্রহণকারী সকল দেশের তারকা অ্যাথলিটদের অ্যানিমেটেড অবতারে দেখানো হয়েছে। এই অ্যান্থেম প্রকাশ করেছে আইসিসি।