খাল সংস্কারের দাবিতে বিক্ষোভ

author-image
Harmeet
New Update
খাল সংস্কারের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুরঃ  প্রবল বর্ষণের জেরে শহীদ মাতঙ্গিনী ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। আর তাঁর জেরে সাধারণ মানুষ আজ হলদিয়ার মেছেদা জাতীয় সড়ক অবরোধ করে। মূলত সোয়াদিঘী খাল  সংস্কার না হওয়ার কারণে জল নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে বলে দাবি স্থানীয় মানুষদের। রামতারক ব্রীজের ওপর দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। বিক্ষোভকারীদের অভিযোগ যতক্ষণ না  DM কিংবা মহকুমাশাসক  এখানে এসে তাঁদের আশ্বাস দেন ততক্ষণ চলবে অবরোধ। ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ।