'যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেখানে যাবো আর বিজেপিকে হারাব'

author-image
Harmeet
New Update
'যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেখানে যাবো আর বিজেপিকে হারাব'

নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার সামশেরগঞ্জে গিয়ে কংগ্রেসকে এক হাত নিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'সিপিএমের সঙ্গে গোপন আঁতাঁত করেছেন অধীর চৌধুরী। মুর্শিদাবাদের আরও ২টি আসন জিততে হবে। ভাঙা পা নিয়ে ২১৩টি আসন জিতেছেন মমতা। বহিরাগতদের বাংলা থেকে বিদায় দিন। কংগ্রেস বিজেপির কাছে হারছে। আর বিজেপিকে হারাচ্ছে তৃণমূল কংগ্রেস। বলেছিলাম, খেলা নির্বাচনের পর শুরু হবে। যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেখানে যাবো আর বিজেপিকে হারাব। ত্রিপুরা অসমে খেলা শুরু হয়ে গিয়েছে।'