​নিজস্ব সংবাদদাতাঃ বাবা হলেন মহাভারতে অর্জুন চরিত্র খ্যাত অভিনেতা শাহির শেখ। অভিনেতার স্ত্রী রুচিকা কাপুর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। দম্পতি মেয়ের নাম রেখেছেন অনয়া। বাবা হওয়াটাই অভিনেতা নিজের জীবনের সেরা অভিজ্ঞতা হিসাবে আখ্যায়িত করলেন।