হিমাচলে ভয়াবহ দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু ৩ পুলিশকর্মীর

author-image
Harmeet
New Update
হিমাচলে ভয়াবহ দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু ৩ পুলিশকর্মীর

নিজস্ব সংবাদদাতাঃ মর্মান্তিক দুর্ঘটনা ঘটল হিমাচলে। ডিস্ট্রিক্ট ইমার্জেন্সি অপারেশন সেন্টার (ডিইওসি) জানিয়েছে, বুধবার গভীর রাতে হিমাচল প্রদেশের উনা জেলার আশাপুর বাধা গাগ্রেটে সড়ক দুর্ঘটনায় তিন পুলিশ কর্মী নিহত হয়েছেন। মৃতদের নাম ২২ বছর বয়সী বিশাল কুমার (২২), মনোজ কুমার (২৩) এবং বয়সী শুভম কুমার (২৪)। তারা চতুর্থ ভারতীয় রিজার্ভ ব্যাটালিয়নের (আইআরবিএন) সঙ্গে ছিল এবং দুদিন আগেই উনায় নিযুক্ত হয়েছিল।