/anm-bengali/media/post_banners/f8C9qBQShm9jEMkcZR2i.jpg)
​নিজস্ব সংবাদদাতাঃ
পদের নামঃ মজদুর, পিওন, হেল্পার, এম্বুলেন্স এটেনডেন্ট ও জিডিএ (GDA)।
শূন্যপদের সংখ্যাঃ মোট ৬০ টি।
পদের নাম- মজদুর।
শূন্যপদ- 37 টি
বেতন- পে লেভেল ১ অনুযায়ী প্রতি মাসে বেতন ১৭,০০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা- মজদুর পদের আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত অষ্টম শ্রেণী পাশ। সঙ্গে বাংলা অথবা নেপালি ভাষা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে।
বয়সসীমা- বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
পদের নাম- পিওন।
শূন্যপদ- 9 টি
বেতন- পে লেভেল ১ অনুযায়ী প্রতি মাসে বেতন ১৭,০০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা- অন্তত অষ্টম শ্রেণী পাশ। সঙ্গে বাংলা অথবা নেপালি ভাষা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে।
বয়সসীমা- বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
পদের নাম- হেল্পার।
শূন্যপদ- 9 টি
বেতন- পে লেভেল ১ অনুযায়ী প্রতি মাসে বেতন ১৭,০০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা- অন্তত অষ্টম শ্রেণী পাশ। সঙ্গে বাংলা অথবা নেপালি ভাষা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে।
বয়সসীমা- বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। আবেদন পদ্ধতিঃ
আবেদন করতে হবে নির্দিষ্ট ফরমেটে অফলাইনের মাধ্যমে। সঠিকভাবে পূরণ করা আবেদনপত্রের সঙ্গে সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে উত্তর দমদম মিউনিসিপ্যালিটি অফিসের নির্দিষ্ট ড্রপবক্সে সরাসরি গিয়ে জমা দিতে হবে অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। মুখ বন্ধ খামের উপর লিখতে হবে “Application for the post of ……………………” (যে পদে আবেদন করবেন ওই পদের নাম)। আবেদনপত্র পৌঁছানো শেষ তারিখ ৩০ অক্টোবর, ২০২১ বিকেল চারটা। আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন উত্তর দমদম মিউনিসিপ্যালিটির অফিশিয়াল ওয়েবসাইট থেকে। পাশাপাশি এই প্রতিবেদনের নিচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করা যাবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us