নিজস্ব সংবাদদাতাঃ স্বরাশি কন্যা থেকে বেরিয়ে এবার শুক্রের রাশি তুলায় গোচর করছে গ্রহের যুবরাজ বুধ। শুক্র আগে থেকেই স্বরাশি তুলায় বিরাজ করছে। এর ফলে তুলায় বুধ ও শুক্রের যুতি হবে। বুধের এই রাশি পরিবর্তন মেষ, মিথুন, কন্যা, ধনু এবং তুলা রাশির জাতক-জাতিকাদের জীবনে ভাল সময় আনতে চলেছে।