New Update
/anm-bengali/media/post_banners/wt7T6PNfPM8NF7mSkm1H.jpg)
রাহুল পাশোয়ান, আসানসোলঃ লক্ষীর ভান্ডার প্রকল্পে জাতি শংসাপত্র না থাকায় ১০০০ টাকার মাসিক অনুদান থেকে বঞ্চিত হচ্ছে বাউরী সমাজের মহিলারা। এবার সেই দাবিসহ মোট ১৪ দফা দাবিতে এক মিছিলের মাধ্যমে জেলাশাসকের দপ্তরে গিয়ে স্মারকলিপি জমা দেওয়া হল অখিল ভারতীয় অনুসূচিত জাতি পরিষদের বর্ধমান জেলা সংগঠনের তরফে। বুধবার আসানসোলের রবীন্দ্রভবন মোড় থেকে মহিলাদের এক র্যালীর মাধ্যমে জেলাশাসকের কার্যালয়ে পৌঁছান এবং সেখানেই স্মারক তুলে দেওয়া হয় প্রশাসনের হাতে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us