দেবী দুর্গার দশ হাতে দশ অস্ত্র কোন দেবতারা দান করেছে জানেন?

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
দেবী দুর্গার দশ হাতে দশ অস্ত্র কোন দেবতারা দান করেছে জানেন?

​নিজস্ব সংবাদদাতাঃ দেবী দুর্গাকে বলা হয় দশভুজা। বিনাশকারী অসুর বধের জন্যে ভগবানরা দেবী দুর্গাকে দান করেছিলেন অস্ত্র। তার দশ হাতে রয়েছে দশটি অস্ত্র। তবে জানেন কি কোন দেবতা কোন অস্ত্র দান করেছিলেন মাকে। 

ত্রিশূলধারিণী মায়ের 'ত্রিশূল' দান করেছেন স্বয়ং শিব। 

মাকে 'সুদর্শন চক্র' দান করেছেন শ্রীবিষ্ণু।

জলদেবতা বরুণ দান করেছেন 'শঙ্খ'। 

মায়ের হাতে রয়েছে 'অগ্নি'। যা স্বয়ং অগ্নিদেব দান করেছেন। 

পবন দেবতা দান করেছেন 'ধনুক'। 

মাকে 'বজ্র' দান করেছেন দেবরাজ ইন্দ্র। 

দেবীকে পদ্ম দান করেছেন ব্রহ্মা।

মায়ের হাতে গদা দান করেছেন যম। 

নাগরাজ দেবীকে 'নাগ' অস্ত্র হিসাবে প্রদান করেছিল।

মাকে খড়গ দান করেছিল যমরাজ।