নিজস্ব সংবাদদাতাঃ আইপিএলের দ্বিতীয় লেগের সবে তিনটি ম্যাচ হয়েছে। তার মধ্যেই ফের কোটিপতির লিগে হানা দিল করোনা ভাইরাস। সানরাইজার্স হায়দ্রাবাদের পেসার টি নটরাজনের কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে আজকের ম্যাচ বাতিল করা হয়নি। নটরাজন এই মুহুর্তে আইসোলেশনে রয়েছেন। তাঁর সংস্পর্শে আসা ছয়জনকেও আইসোলেশনে পাঠানো হয়েছে।