দুর্গাপুজোয় 'প্রশ্ন' করছে যুব-বৃন্দ উল্টোডাঙ্গা ক্লাব

author-image
Harmeet
New Update
দুর্গাপুজোয় 'প্রশ্ন' করছে যুব-বৃন্দ উল্টোডাঙ্গা ক্লাব



নিজস্ব সংবাদদাতাঃ

৫৪ বছরে পদার্পণ করলো যুব-বৃন্দ উল্টোডাঙ্গা ক্লাব। এবছরে এই ক্লাবের থিম হল 'প্রশ্ন'। এবারের প্রতিমা নির্মাতা হলেন পরিমল পাল। এই অতিমারির সময় মানুষের জীবন ও কর্ম নিয়েই এই 'প্রশ্ন' থিম তুলে ধরেছে এই উল্টোডাঙ্গা যুব-বৃন্দ ক্লাব। এছাড়াও ক্লাবের সদস্যদের থেকে জানা যায় করোনার বিধি নিয়ম মেনেই চলবে প্রতিমা নিদর্শন। সহযোগিতায় থাকবে কোলকাতা পুলিশ। এছাড়াও 'স্যানিটাইজার গেট'-এর ব্যবস্থাও করা হবে দর্শনার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে।