বড় থিম পুজো বাতিল লেক অ্যাভিনিউয়ের সেবক সঙ্ঘের

author-image
Harmeet
New Update
বড় থিম পুজো বাতিল লেক অ্যাভিনিউয়ের সেবক সঙ্ঘের



নিজস্ব সংবাদদাতাঃ আর ২০ দিন বাকি উমার কলকাতায় আস্তে। তারমাঝে বড় করে থিম পুজোর পরিকল্পনা ছিল লেক অ্যাভিনিউয়ের সেবক সঙ্ঘের। কিন্তু মত বদলালো পুজো উদ্যোগক্তারা। রাসবিহারি কেন্দ্রের তৃনমূল বিধায়ক জানান, "লেক অ্যাভিনিউ সেবক সঙ্ঘ খুব ভালো ক্লাব। এবার বড় করে পুজো করার পরিকল্পনা ছিল। কিন্তু করোনা আবহের জন্য ছিমছিম ভাবেই হচ্ছে পুজো।"