New Update
/anm-bengali/media/post_banners/ZrtkAhu4OKhDOl5MycmH.jpg)
নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুরঃ প্রবল বৃষ্টি ও কেলেঘাই নদীর বাঁধ ভেঙে যাওয়ায় ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে ভগবানপুর। ফলে জলযন্ত্রনায় দিনকাটাতে হচ্ছে সাধারণ মানুষদের। আর তাদের কথা ভেবেই সোমবার সন্ধ্যায় ইটাবাড়িয়ার এক জলমগ্ন এলাকায় অসহায় মানুষদের ত্রাণ দিতে একটি নৌকা নিয়ে বেরিয়ে যান স্থানীয় ছ’জন পঞ্চায়েত কর্মী। এরপর আচমকাই একটি বিদ্যুৎ-এর ছেঁড়া তারের সংস্পর্শে চলে আসে তাদের নৌকাটি। ফলে ঘটনাস্থলেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় দু’জনের। পাশাপাশি গুরুতর জখম হয়েছেন তিন জন, তবে এখনও খোঁজ মেলেনি এক জনের। স্থানীয়রা দুজন কে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর ব্যপক চাঞ্চল্য ছড়িইয়েছে এলাকায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us