নিজস্ব সংবাদদাতাঃ এনআরসি নিয়ে দেশে কম বিতর্ক হয়নি! বিশেষ করে অসমে এনআরসি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ২০১৯ সালের অগস্ট মাসেই অসমের এনআরসির তালিকা তৈরি হয়ে যায়। তবে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার নোটিফিকেশন এখনও বাকি রয়েছে। তবে এবার এনিয়ে একধাপ এগিয়ে গেল অসমের ফরেনার্স ট্রাইবুনাল। ফরেনার্স ট্রাইবুনাল সরাসরি জানিয়ে দিয়েছে অসমের এনআরসি তালিকাই ফাইনাল। আর ট্রাইবুনালের এই পদক্ষেপকে ঘিরে নতুন আশায় বুকে বেঁধেছেন অনেকেই।