মেয়েরাও এবার থেকে পড়াশোনা করতে পারবেঃতালিবান

author-image
Harmeet
New Update
মেয়েরাও এবার থেকে পড়াশোনা করতে পারবেঃতালিবান



নিজস্ব সংবাদদাতাঃ যত তাড়াতাড়ি সম্ভব মেয়েরাও এবার থেকে পড়াশোনা করতে পারবে আফগানিস্তানে। মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে এমনই রায় দিলেন আফগানিস্তা নেরনের তালিবান মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ। মেয়েদের পড়াশোনা করার জন্য ছাড় দিলেও আজকে মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে একজন মহিলার নামও উচ্চারিত করা হল না। পুরো মন্ত্রীসভা গঠিত হল পুরুষদের নিয়ে।