নিজস্ব সংবাদদাতাঃ খুনসুটি করতে বড়ই ভালোবাসেন দু'জনে। সম্প্রতি ইনস্টাগ্রামে ফ্যানদের সঙ্গে গল্প আড্ডায় মেতেছিলেন রণবীর সিং। 'আস্ক মি এনিথিং' সেশনে ফলোয়ার্সরা তো বটেই, অর্জুন কাপুর, টাইগার শ্রফ-দের মত একাধিক বলি-তারকারাও রণবীরের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। সেই তালিকায় ছিলেন রণবীরের স্ত্রী দীপিকা পাড়ুকোনও। আর পাঁচজন গিন্নির মত স্বামী কখন ঘরে ফিরবে তা জানতে চেয়েছিলেন দীপিকা। স্ত্রীয়ের উদ্দেশে চুমুর ইমোজি পাঠিয়ে তারকার জবাব, 'তুমি খাবারটা গরম করো বাবু। আমি এই এখুনি ঢুকছি'।