নিজস্ব সংবাদদাতাঃ ২০০৮ সালে ১৮ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেই ম্যাচে অভিষেক হয়েছিল তরুণ ক্রিকেটার বিরাট কোহলির। সেদিনের ম্যাচে আরসিবিকে ১৪০ রানে হারিয়েছিল কেকেআর। এটি আইপিএলের ইতিহাসে কেকেআরের সবচেয়ে বড় রানের ব্যবধানে জয় এবং আরসিবির সবচেয়ে বড় রানের ব্যবধানে হার। সোমবার বিরাট তাঁর ২০০তম আইপিএল ম্যাচ খেলতে নেমেছিলেন কেকেআরের বিরুদ্ধেই। সেই ম্যাচটি শাহরুখ খানের দল ৬০ বল বাকি থাকতে জিতে নেয়। এটি বল বাকি থাকার নিরিখে কেকেআরের সবচেয়ে বড় জয় এবং আরসিবির সবচেয়ে বড় হার।