নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের একদিনের সিরিজ। তবে কালকের ম্যাচে খেলবেন না হরমনপ্রীত কউর। কয়েকদিন আগে হরমনপ্রীতের হাতের বুড়ো আঙুলে চোট লেগেছিল, সেই চোট এখন না সারার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে দল। পরের ম্যাচের আগে হরমনপ্রীত সুস্থ হয়ে গেলে তাঁকে প্রথম একাদশে ফের দেখা যেতে পারে।