/anm-bengali/media/post_banners/9bgUHcb89HkApdyJZzBo.jpg)
সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি :বুনো দাঁতাল হাতির হানায় ক্ষতিগ্রস্থ মুদিখানার দোকান সহ একটি চাউমিন তৈরির কারখানা। রবিবার গভীর রাতে টুকরিয়া ঝার বনাঞ্চল থেকে একটি দাঁতাল হাতি নকশালবাড়ি রথখোলা বাজার এলাকায় ঢুকে তাণ্ডব চালায়। রথখোলা বাজারে অবস্থিত একটি মুদিখানা দোকানের শাটার ভেঙে ভুট্টা দানার বস্তা এবং চাউমিনের কারখানা থেকে চাউমিন খেয়ে চলে যায়। দোকানের শাটার ভাঙার শব্দ শুনে জেগে যায় স্থানীয় বাসিন্দা বিপিনকান্তি দাস। তিনি চিৎকার করে লোকজন জড়ো করেন। স্থানীয়রা হইহুল্লোর করতেই হাতিটি তুলসী সাহার চাউমিনের কারখানার দিকে ছুটে যায়। সেখানে তাণ্ডব চালায়। পরবর্তীতে হাতিটি জঙ্গলে চলে যায়। স্থানীয় বাসিন্দা বিদ্যুৎ দাস জানান, গত ৩৫ বছর আগে এভাবেই রথখোলাতে হাতি ঢুকে ওই দোকানটি ভেঙে ছিল। এদিন আবার একই দোকানই ভেঙে দিল হাতি। এভাবে বাজার এলাকায় হাতি ঢুকে যাওয়াতে সকলেই আতঙ্কে রয়েছে। টুকরিয়া ঝাড় বনকর্মীদের বিষয়টি জানানো হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us