New Update
/anm-bengali/media/post_banners/4JlfiecRp5Fz27aZOSMa.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দীর্ঘ ৭ বছর পর ফের আদালতের দ্বারস্থ হলেন সারদা কর্তা সুদীপ্ত সেন। জানা গিয়েছে, সোমবার আইনজীবীর মারফত ইডি-র আদালতে আবেদন করেছেন সুদীপ্ত সেন। উল্লেখ্য, গত ২০১৩ সালে ইডি গ্রেফতার করে সারদা কর্তাকে। এরপর ৭ বছর ১১ মাস জেলে বন্দি সুদীপ্ত সেন। মামলায় আগেই জামিন পেয়েছিলেন সারদা কর্ণধার। যদিও অর্থের অভাবে জামিনের শর্তপূরণের টাকা দিতে পারেননি। এদিনের আদালতে দাখিল আবেদনে সেকথার উল্লেখ করা হয়েছে বলে খবর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us