নারী শিক্ষায় 'না' তালিবদের, প্রতিবাদে নামল ছাত্ররা

author-image
Harmeet
New Update
নারী শিক্ষায় 'না' তালিবদের, প্রতিবাদে নামল ছাত্ররা

​নিজস্ব সংবাদদাতাঃ 

কাবুলে তালিবানি দখলদারির এক মাস অতিক্রান্ত। আশ্বাসের অনেক বাণী আগে শোনা গেলেও এখনও কোনও আশা দেখছে না আফগান মেয়েরা। বোরখা সরিয়ে আর কোনোদিন ‘আলো’ দেখা সম্ভব হবে কি না, বুঝতে পারছে না তারা। স্কুল, চাকরি সবই হয়ত নিছক স্বপ্ন হয়ে রয়েছে যাবে আফগানিস্তানের মেয়েদের কাছে। সম্প্রতি তালিবানের আরও এক সিদ্ধান্ত সেই সম্ভাবনাই প্রকট করেছে। ছেলেদের জন্য স্কুল খোলার কথা ঘোষণা করা হলেও, মেয়েরা ঠিক কবে থেকে স্কুলে যেতে পারবেন তার কোনও ঠিক নেই। আর মহিলাদের বঞ্চনার প্রতিবাদে স্কুলে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তানের বহু ছাত্র।

অনেক ছাত্রই জানিয়েছে যে, মেয়েদের যত দিন না স্কুলে যাওয়ার সুযোগ দেওয়া হবে, ততদিন পর্যন্ত স্কুলে যাবে না তারাও। দ্বাদশ শ্রেনির এক ছাত্র রোহুল্লা জানিয়েছে যে, ‘সমাজের অর্ধেকই তৈরি মহিলাদের নিয়ে। মেয়েদের যতদিন না স্কুলে যেতে দেওয়া হবে, ততদিন আমি স্কুলে যাব না।’