বৃষ্টিতেও নেই রেহাই, বাজ পড়ে ভস্মীভূত সোনারপুরের রাসায়নিক কারখানা

author-image
Harmeet
New Update
বৃষ্টিতেও নেই রেহাই, বাজ পড়ে ভস্মীভূত সোনারপুরের রাসায়নিক কারখানা

​নিজস্ব সংবাদদাতাঃ 

সোনারপুরের  রাসায়নিক কারখানায়  আগুন। কারবালা এলাকার একটি রাসায়নিক কারখানায় আগুন লাগে সোমবার সকালে। ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের চারটি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে সমস্যা হয়। ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার পুলিশ।

কারবালা মাঠের ঢিল ছোড়া দূরত্বে ওই কারখানাটিতে আগুন লাগে। মূলত জুতোর আঠা তৈরি হত ওই কারখানায়।  স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ভোর সাড়ে চারটে  আচমকাই বাজ পড়ে। বিকট শব্দ শুনতে পেয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তারপরই ভোর সাড়ে চারটে নাগাদ কারখানার শেড থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়।