নিজস্ব সংবাদদাতাঃ রাতভোর বৃষ্টিপাতের ফলে হাওড়ার শিবপুরের প্রায় সর্বত্র জলের তলায়। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকার মানুষ। জল উঠে এসেছে হাঁটু পর্যন্ত। একটানা বৃষ্টির ফলে জল নামার কোনও নাম নেই। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, পাম্প চালিয়েও কোনও লাভ হবে না। কারণ টানা বৃষ্টির ফলে নিকাশি ব্যবস্থারও বেহাল দশা।