​নিজস্ব সংবাদদাতাঃ বিগত দুই বছরে করোনা আবহে পাল্টে গিয়েছে আমাদের চেনা কলকাতার চিত্র। কলকাতার সেই পাল্টে যাওয়া চিত্র গুলিকেই থিমের মাধ্যমে তুলে ধরছে সন্তোষপুর ত্রিকোণ পার্ক। থিমের নাম 'এ এক অন্য বিবরণ'। এইবছর ৭২'তম দুর্গাপুজো হতে চলেছে সন্তোষপুর ত্রিকোণ পার্কে। গতবারের মত এবারও পুজোর মাঝে পথচারী বা দরিদ্র শিশু এবং প্রাপ্তবয়স্কদের হাতে তুলে দেওয়া হবে বস্ত্র। তাদের জন্যে করা হবে খাওয়া দাওয়ার আয়োজনও।