New Update
/anm-bengali/media/post_banners/GNCJmgdOSIRA1C1ozTI5.jpg)
নিজস্ব সংবাদাতাঃ গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের পুজো এবার পা দিল ৫৯তম বছরে। এই বছর হিন্দুস্তান ক্লাবের থিমের নাম 'অঙ্কুর'। তাদের দুর্গামূর্তিতেও এবছর থাকছে সবুজায়নের ছোঁয়া। কোভিডবিধি মেনেই চলছে এই পুজোর আয়োজন। অ্যামাজন জঙ্গলের বার্তাকেই তুলে ধরা হচ্ছে এই মণ্ডপে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us