কৃষক আন্দোলনকে সম্মান জানিয়ে বিশেষ থিম দমদম পার্ক ভারত চক্রের

author-image
Harmeet
New Update
কৃষক আন্দোলনকে সম্মান জানিয়ে বিশেষ থিম দমদম পার্ক ভারত চক্রের

​নিজস্ব সংবাদদাতাঃ দেশের কৃষক আন্দোলনকে সম্মান জানিয়ে দমদম পার্ক ভারত চক্রের এইবছরের থিম 'ধান দেব না, মান দেব না'। এইবছর ২১'তম শারদ উৎসব পালন করবে দমদম পার্ক ভারত চক্র। গত বছরের মত এই বছরেও প্যান্ডেলে ঢোকার মুখে থাকছে স্যানিটাইজেশন টানেল। সকল দর্শনার্থীদের মুখে মাস্ক থাকা আবশ্যিক।