​নিজস্ব সংবাদদাতাঃ দমদম পার্ক তরুণ সংঘের এই বছর ৩৬'তম দুর্গোৎসবের থিম 'হালখাতা'। করোনায় ভিড় এড়াতে খোলা প্যান্ডেল করা হচ্ছে। যাতে মণ্ডপে না ঢুকেও মায়ের দর্শন পান সকলে। প্যান্ডেলে ঢোকার মুখে থাকবে স্যানিটাইজেশনের ব্যবস্থা। মুখে মাস্ক থাকা আবশ্যিক।