​নিজস্ব সংবাদদাতাঃ রাজডাঙ্গা নব উদয় সংঘের এইবছরের দুর্গোৎসব ৩৮ বছরে পা দিচ্ছে। রাজডাঙ্গা নব উদয় সংঘের এইবারের থিম 'কোলাজ'। অর্থাৎ পুজোর আগে শরতের কাশ ফুল, মহালয়া, ঢাকে কাঠী, ধুনুচি নাচ, শেষবেলায় সিঁদুর খেলা ইত্যাদি সকল টুকরো টুকরো স্মৃতিপটের কোলাজ যা জড়িয়ে রয়েছে দুর্গা পুজোকে।