জলপাইগুড়িতে বাজার পরিকাঠামো উন্নয়নের আশ্বাস দিলে কৃষিবিপনন মন্ত্রী

author-image
Harmeet
New Update
জলপাইগুড়িতে বাজার পরিকাঠামো উন্নয়নের আশ্বাস দিলে কৃষিবিপনন মন্ত্রী

​সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি :জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি পাইকারি সবজি বাজারের পরিকাঠামো উন্নয়নের আশ্বাস দিলেন রাজ‍্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র। রবিবার দুপুরে পাইকারি সবজি বাজারে আসেন মন্ত্রী। পরে সেখান থেকেই কিষান মান্ডিতে যান তিনি।মন্ত্রী জানান, "ময়নাগুড়ি পাইকারি সবজি বাজারের চারদিকে সীমানা প্রাচীর দেওয়ার জন্য প্রকল্প তৈরি করতে বলা হয়েছে। এছাড়াও উন্নয়নের জন্য প্রকল্প তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে। আলো এবং শৌচাগারের বিষয়েও প্রকল্প তৈরি করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে"। এদিনই ময়নাগুড়ির কিষান মান্ডিতে পরিদর্শনে যান মন্ত্রী। সেখানেও আলো এবং জলের সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন তিনি। এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু, জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত এবং ময়নাগুড়ির বিডিও শুভ্র নন্দী।বিপ্লব মিত্র জানান, জলপাইগুড়ি জেলার বিভিন্ন পাইকারি সবজি বাজার ও কিষান মান্ডি পরিদর্শন করেছেন তাঁরা। বিশেষ করে জলপাইগুড়ি, ধূপগুড়ি এবং ময়নাগুড়িতে কোথায় কী সমস্যা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।