​নিজস্ব সংবাদদাতাঃ মেয়েদের কাছে পুজোর পাঁচ দিনের সাজ ভীষণই গুরুত্বপূর্ন। পুজোর আগে থেকেই শুরু হয়ে যায় কোন দিন কোন পোশাকের সঙ্গে কেমন মেকআপ করবে তার প্ল্যান। তাই এবার পুজোয় সেজে উঠুন নো মেকআপ-মেকআপ লুকে। চড়া মেকআপের বদলে এখন নো মেকআপ-মেকআপ লুক ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে তরুণীদের মধ্যে।