​নিজস্ব সংবাদদাতাঃ বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান তার আসন্ন ছবি 'ফ্রেডি'র ক্লাইম্যাক্স শুটিং শেষ করেছেন শনিবার। শুটিং শেষে একটি বিশেষ ছবি শেয়ার করে সেই কথা তার ভক্তদের জানিয়েছেন অভিনেতা। ছবির ক্যাপশনে কার্তিক লিখেছেন, 'ফ্রেডি ক্লাইম্যাক্স ডান'।