চা-বাগান শ্রমিকদের নিয়ে আইনি সচেতনতা শিবির

author-image
Harmeet
New Update
চা-বাগান শ্রমিকদের নিয়ে আইনি সচেতনতা শিবির

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার: চা-বাগানের শ্রমিকদের আইনি সচেতনতা করতে দু-দিন ধরে কর্মশালার আয়োজন করলো আলিপুরদুয়ার তৃণমূল কংগ্রেস । বিভিন্ন সময় মালিক পক্ষের সাথে শ্রমিকদের মধ্যে বিভিন্ন সমস্যা তৈরী হয়। মালিক পক্ষ হটাৎ করে নোটিস দিয়ে বাগান বন্ধ করেদেয়।স্বাভাবিক ভাবেই সেইসময়  শ্রমিকরা আর্থিক অনিশ্চয়তার মধ্যে পরে।আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে কি করে এই সমস্যার সমাধান করাযায় সেই বিষয়েই সচেতনতা শিবিরের আয়োজন করে তৃণমূল কংগ্রেস।  আলিপুরদুয়ার জেলার চা বাগান তৃণমূল মজদুর ইউনিয়ন কুমারগ্রাম শাখার পক্ষ থেকে রাজাভাতখাওয়ার পানিঝোরাতে ভারত সরকারের চা বাগান শ্রমিক বিরোধী আইনের বিষয় নিয়ে দুদিনের কর্মশালার মাধ্যমে শ্রমিকদের অবহিত করা হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলা পরিষদের সভাধীপতি শীলা দাস সরকার এবং আলিপুরদুয়ারের -২ নং ব্লকের সভাপতি লুইস কুজুর।