জঙ্গি দমনে ফের সাফল্য এটিএসের, আটক ১

author-image
Harmeet
New Update
জঙ্গি দমনে ফের সাফল্য এটিএসের, আটক ১

নিজস্ব সংবাদদাতাঃ জঙ্গি দমনে ফের বড় সাফল্য পেল মহারাষ্ট্র এটিএস। জঙ্গি সন্দেহে একজনকে পাকড়াও করেছে এটিএস। জানা গিয়েছে, রবিবার মহারাষ্ট্রের মুম্ব্রা এলাকা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত জাকির হুসেন শেখকে জেরা করে এই অভিযান চালায় এটিএস। আজ ধৃতকে এটিএস আদালতে তোলা হবে।