এবার রাজধানীতেও হানা স্ক্রাব টাইফাসের, হাসপাতালে উপচে পড়ছে ভিড়

author-image
Harmeet
New Update
এবার রাজধানীতেও হানা স্ক্রাব টাইফাসের, হাসপাতালে উপচে পড়ছে ভিড়


নিজস্ব সংবাদদাতাঃ
এবার রাজধানীতেও হানা স্ক্রাব টাইফাসের, হাসপাতালে উপচে পড়ছে ভিড়। জানা গিয়েছে, ইতিমধ্যেই ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে দিল্লির দুটি হাসপাতালে একাধিক শিশুকে ভর্তি করতে হয়েছে বলে খবর। করোনা অতিমারির জেরে আচমকাই দেশজুড়ে শুরু হয়েছে অজানা জ্বর ও নানা সংক্রমণ। অসুস্থ হয়ে পড়ছে অধিকাংশ শিশুই। সম্প্রতিই উত্তর প্রদেশে অজানা জ্বরে ১০ দিনেই প্রায় ৪৫টি শিশুর মৃত্যু হয়। রিপোর্টে জানা যায়, মূলত ডেঙ্গু-র প্রভাবেই শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। এদিকে বাংলাতেও হু হু করে বাড়ছে অজানা জ্বরের প্রকোপ। বেশ কয়েকজন শিশুর মৃত্যুও হয়েছে।