দুবাই স্টেডিয়ামে বসে আইপিএলের ম্যাচ দেখতে গেলে মানতে হবে এই নিয়মগুলি

author-image
Harmeet
New Update
দুবাই স্টেডিয়ামে বসে আইপিএলের ম্যাচ দেখতে গেলে মানতে হবে এই নিয়মগুলি

নিজস্ব সংবাদদাতাঃ আইপিএলের দ্বিতীয় লেগে স্টেডিয়ামে সীমিত সংখ্যক দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। মোট তিনটি স্টেডিয়ামে খেলা হবে আইপিএলের দ্বিতীয় লেগের সকল ম্যাচ। এর মধ্যে দুবাই ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে বসে খেলা দেখতে গেলে সম্পূর্ণ ভ্যাকসিনেটেড হতে হবে সংশ্লিষ্ট দর্শককে, আনতে হবে ভ্যাকসিনেশনের প্রমাণপত্র, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে, সর্বদা মাস্ক পরে থাকতে হবে। তবে ৪৮ ঘণ্টা আগের আরটি পিসিআর টেস্টের রিপোর্ট লাগবে না দুবাই স্টেডিয়ামে প্রবেশের জন্য। তবে ১২ বছরের নীচের দর্শকদের জন্য ভ্যাকসিনেশনের প্রমাণপত্র লাগবে না। এছাড়া দর্শকদের মোবাইলে টিকিট ডাউনলোড করে রাখার কথা বলা হয়েছে, যাতে গেটে তাড়াতাড়ি সেগুলি স্ক্যান করে নেওয়া যায়।