শার্দূলকে কি ব্যাটিং টিপস দিয়েছিলেন ধোনি জানেন?

author-image
Harmeet
New Update
শার্দূলকে কি ব্যাটিং টিপস দিয়েছিলেন ধোনি জানেন?

নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি ভারত এবং চেন্নাই সুপার কিংসের তারকা ক্রিকেটার শার্দূল ঠাকুর জানিয়েছেন, একদিন তিনি চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ঘরে ব্যাট হাতে প্র‍্যাকটিস করছিলেন। সেই সময় মাহি তাঁর ব্যাট ধরার ভঙ্গি দেখে বলেন, শার্দূল খুব উঁচুতে ব্যাট ধরেন। শটের ওপর আরও ভালো নিয়ন্ত্রণ চাইলে একটু নীচের দিকে ব্যাট ধরার পরামর্শ দেন মাহি। সেই কথা শোনার পর শার্দূলের ব্যাটিংয়ের বেশ উন্নতি হয়েছে, জানিয়েছেন তিনি নিজেই।