সবংয়ে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন পুলিশ সুপার দীনেশ কুমার

author-image
Harmeet
New Update
সবংয়ে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন পুলিশ সুপার দীনেশ কুমার

দিগ্বিজয় মাহালীঃ সবং ব্লকের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ালেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার দীনেশ কুমার।এদিন তিনি ঘোষণা করেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পাঁচটি কমিউনিটি কিচেন করা হবে। যেখানে প্রতিদিন এক হাজার করে মোট  পাঁচ হাজার মানুষের খাওয়ার ব্যবস্থা করা হবে। এছাড়াও বন্যা কবলিত মানুষদের কাছে শুকনো খাবার, তারপলিনের ব্যবস্থা করা হয়েছে। এদিন দীনেশবাবু সবং ব্লকের বেশ কয়েকটি এলাকায় যান ও ত্রান বিলি করেন। তিনি বলেন, 'আগামী দু'দিন আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই আমরা মাইকিং করে মানুষকে সচেতন করছি। যারা জলবন্দি আছে,তাদেরকে রেসকিউ করছি। বন্যা কবলিত এলাকার মানুষজনের পাশে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সর্বদা থাকবে'।