নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি বলিউডে ডেবিউ করতে চলেছেন সলমনের ভাগ্নি আলিজ়ে অগ্নিহোত্রি। সলমনের বোন আলভিরা ও তাঁর স্বামী প্রযোজক-অভিনেতা অতুল অগ্নিহোত্রির কন্যা তিনি। সম্প্রতি একটি গয়নার বিজ্ঞাপনে দেখা গিয়েছে আলিজ়েকে। সেই বিজ্ঞাপন দেখার পর সোশ্যাল মিডিয়ায় ভাগ্নির উদ্দেশে একটি সুন্দর পোস্ট করেছেন মামা সলমন। ভিডিও পোষ্ট করে ক্যাপশনে ভাইজান লিখেছেন “আরে ওয়াও, কী সুন্দর দেখতে লাগছে তোমায় বেটা… ঈশ্বর তোমার মঙ্গল করুন”।