আবারও সমুদ্র সৈকতে ছুটির মেজাজে সইফ-করিনা

author-image
Harmeet
New Update
আবারও সমুদ্র সৈকতে ছুটির মেজাজে সইফ-করিনা


নিজস্ব সংবাদদাতাঃ  ছুটির মেজাজ যেন কোনও ভাবেই কাটছে না সইফ-করিনার। গত মাসেই সইফ আলি খানের জন্মদিন পালন করতে সপরিবারে মলদ্বীপে উড়ে গিয়েছিলেন করিনা কাপুর। এবার ফের একবার ছুটি কাটাতে সমুদ্র সৈকতে ধরা দিলেন করিনা। তবে এবারের 'হলিডে ডেস্টিনেশন' ঠিক কোথায় তা নিয়ে এখনও পর্যন্ত কিছু জানাননি 'বেবো'। স্রেফ ইনস্টাগ্রামের স্টোরিতে তাঁর দু'টি ছবি দেখেই বোঝা গেছে স্বামী এবং তাঁর দুই সন্তানকে নিয়ে ফুরফুরে ছুটির মেজাজে সমুদ্র তীরে সময় কাটাচ্ছেন এই করিনা।