নিজস্ব সংবাদদাতাঃ মানুষের স্বার্থে প্রকল্পে যদি ব্যাঙ্ক সাহায্য না করে তাহলে সরকারের বদনাম হবে। এটা হতে দেওয়া যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। যার ফলে এখন থেকে কোনও সরকারি বা বেসরকারি ব্যাঙ্ক যদি ঋণ না দেয়, তাহলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দিল রাজ্য সরকার। এই মর্মে মুখ্যসচিব ইতিমধ্যেই সব জেলাশাসককে নোটিশ পাঠিয়েছেন।