নিজস্ব সংবাদদাতাঃ বর্তমানে টলিউডের কলাকুশলীরা জমিয়ে বলিউডে ছবি করছেন। এই মুহূর্তে করণ জোহরের পরিচালনায় 'রকি অওর রানি কী প্রেম কাহিনি' ছবির শ্যুটিংয়ে ব্যস্ত টোটা। পাশাপাশি নিজের আগামী ছবি 'শাবাশ মিঠু' ছবির কাজেও মুম্বইয়ে বেশ ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছেন সৃজিত। নিজের পছন্দের পরিচালক মুম্বইতে আছেন জেনে সৃজিতকে দেখা করার কথা বলেন টোটা। অভিনেতার এই ডাকে টোটার সঙ্গে দেখা করলেন সৃজিত। ব্যস্ততার মধেও সময় বের করে টোটার সঙ্গে দেখা করার জন্য আপ্লুত অভিনেতা।