এই বছর পুজোয় অর্জুনের কি প্ল্যান জানেন?

author-image
Harmeet
New Update
এই বছর পুজোয় অর্জুনের কি প্ল্যান জানেন?

নিজস্ব সংবাদদাতাঃ টলিউড অভিনেতা অর্জুনের কাছে পুজো মানেই পরিবারের সঙ্গে সময় কাটানো আর হাউস পার্টি। অর্জুন বললেন, ‘আমার বেশি ভিড়ের মধ্যে যেতে ভালোলাগে না। আর এই অতিমারীর পরিস্থিতিতে আমি সবাইকে ভিড় এড়িয়ে চলতে বলব। আমি পুজোর সময় বাড়িতে থাকি, সিনেমা দেখি কিংবা হাউস পার্টিতে মজা করি। মাঝেমধ্যে আমি, আমার স্ত্রী সৃজা আর মেয়ে অবন্তিকা কমপ্লেক্সের পুজোয় যাই’।