শাহরুখ-নয়নতারা জুটির নতুন ছবির নাম জানেন?

author-image
Harmeet
New Update
শাহরুখ-নয়নতারা জুটির নতুন ছবির নাম জানেন?


নিজস্ব সংবাদদাতাঃ  দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারার সঙ্গে প্রথম বার জুটি বেঁধে পর্দায় ফিরছেন বলিউডের বাদশা শাহরুখ খান। ছবির পরিচালক অ্যাটলি কুমার। অবশেষে সেই ছবির নাম সামনে এল বৃহস্পতিবার। মুম্বইয়ের সন্ত তুকারাম নগর মেট্রো স্টেশনে শ্যুটিং করার জন্য একটি অনুমতি পত্র পাওয়া গিয়েছে ইন্টারনেটে। সেই থেকেই বলিউডে জোর জল্পনা ছবির নাম হতে চলেছে 'লায়ন'। তবে নির্মাতাদের তরফ থেকে এই নাম নিয়ে কোনও ঘোষণা এখনও করা হয়নি।