প্রেমিকাকে কাস্ট করেছিল পরিচালক, অকপট মল্লিকা

author-image
Harmeet
New Update
প্রেমিকাকে কাস্ট করেছিল পরিচালক, অকপট মল্লিকা


নিজস্ব সংবাদদাতাঃ  ২০০৭-এ মুক্তি পেয়েছিল পরিচালক অনীশ বাজমির জনপ্রিয় ছবি 'ওয়েলকাম'। সেই ছবি সুপারহিট হয়েছিল। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন মল্লিকা শেরাওয়াত। তার ঠিক আট বছর পর অনীশ নির্মাণ করেছিলেন ওয়েলকাম ছবির সিকুয়াল। কিন্তু ওই ছবিতে জায়গা হয়নি মল্লিকার। নেপথ্যে কোন কারণ? মল্লিকার দাবি, পরিচালক কাস্ট করেছিলেন তাঁর প্রেমিকাকে। আর সেই কারণেই বাদ পড়েছিলেন মল্লিকা।