নিজস্ব সংবাদদাতাঃ এই বছর বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে মহালয়া, অমাবস্যা তিথি, আরম্ভ হচ্ছে ১৮ আশ্বিন, মঙ্গলবার এবং ইংরেজির ৫ অক্টোবর। সময়– সন্ধ্যা ৭টা ০৬ মিনিট। অমাবস্যা তিথি শেষ হচ্ছে ১৯ আশ্বিন, বুধবার। ইংরেজির ৬ অক্টোবর। সময়– বিকেল ৪টে ৩৫ মিনিট।