অসাধু চক্রের কবলে সাধারণ মানুষ

author-image
Harmeet
New Update
অসাধু চক্রের কবলে সাধারণ মানুষ

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুরঃ   একদিকে জোড়া নিম্নচাপের অতি বর্ষণের জমাজলে মানুষের হাঁসফাঁস অবস্থা। অপরদিকে নকল সামগ্রীর ঠেলায় সাধারণ মানুষের প্রাণান্তকর অবস্থা।এমনই এক ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ও এগরা মহকুমা এলাকার বিভিন্ন বাজারে।সেখানে নামীদামি কোম্পানির লেবেল লাগিয়ে নকল তেল, সাবান, চা, স্যানিটাইজার, ডেটল ইত্যাদি সামগ্রী বিক্রি করা হচ্ছে। কলকাতার কিছু অসাধু চক্র বেকার যুবকদের অর্থের প্রলোভন দেখিয়ে নকল জিনিসপত্রে নামীদামি কোম্পানির লেবেল লাগানোর কাজে উদ্বুদ্ধ করছে।রাজ্যের এনফোর্সমেন্ট দপ্তর ভূপতিনগর থানা এলাকায় কিছু নকল সামগ্রী উদ্ধার করেন।কিন্তু নকল চক্রের  আসল পাণ্ডা এখনও এনফোর্সমেন্ট দপ্তরের নাগালের বাইরে। প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন বেকার যুবকদের অর্থের বিনিময়ে  নকল জিনিসপত্রে লেভেল লাগানোর কাজ থেকে বিরত রাখার পাশাপাশি, অসাধু চক্রের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন রাজ্যের এনফোর্সমেন্ট দপ্তরকে।