​নিজস্ব সংবাদদাতাঃ 'দ্য ইনকার্নেশন - সীতা' ছবির নাম ভূমিকায় অভিনয় করবেন বলি তারকা কঙ্গনা রানাউত। ছবিটি একটি পিরিয়ড ড্রামা। পরিচালনার দায়িত্বে রয়েছেন অলৌকিক দেশাই। ছবিটি মূলত সীতার জীবনের বিভিন্ন দিকের কথা তুলে ধরবে। প্রযোজনা সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে ঘোষণা করা হয় যে ছবিটির মুখ্য চরিত্রে থাকবেন 'পাঙ্গা' অভিনেত্রী।