New Update
/anm-bengali/media/post_banners/RAHW26v5QQ1y44Qo6Mck.jpg)
​নিজস্ব সংবাদদাতাঃ
ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে চার মহাকাশ পর্যটক নিয়ে রওনা দিল স্পেস এক্সের 'ইনস্পিরেশন ৪'। পৃথিবীর কক্ষপথে এটি বিশ্বের প্রথম নাগরিক মহাকাশ অভিযান।
একঘেয়েমি কাটাতে ভবিষ্যতে কোনওদিন ঘুরেই আসতে পারেন মহাকাশে। পর্যটক হিসেবে চড়ে বসতে পারেন স্পেস এক্সের রকেট ক্যাপসুলে। এদিন মধ্যরাতে ফ্লোরিডার কেপ কেনেডি স্পেস সেন্টার থেকে চার নাগরিককে নিয়ে রওনা দেয় স্পেস এক্সের 'ফ্যালকন ৯' রকেট।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us