/anm-bengali/media/post_banners/1wwEJYbKUZl5zsCcZfGB.jpg)
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ দু'দিনের প্রবল বর্ষণের কারণে ক্ষতিগ্রস্ত পশ্চিম মেদিনীপুর জেলা। প্রবল বর্ষণের কারণে জেলায় মৃত্যু হয়েছে সাত জনের, বাড়ি ভেঙেছে আট হাজারের বেশি মানুষের। কেশিয়াড়ির খাজরা এলাকার রাস্তার উপর দিয়ে জল বয়ে যাওয়ায় যানচলাচল পুরোপুরি ভাবে বন্ধ। বহু কৃষিজমি এখনও জলের তলায়। মেদিনীপুরের গোদাপিয়াশাল রেল স্টেশনের মধ্যবর্তী জায়গার রেললাইনে প্রায় একশো থেকে দেড়শো মিটার এলাকাজুড়ে ধস নামার ফলে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ। খাবার ও পানীয় জলের হাহাকার তৈরি হয়েছে মেদিনীপুর জেলা জুড়ে। ঠিকঠাক জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে এই সমস্যা তীব্রতর হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ এলাকার মানুষজন। বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা শাসক ও আধিকারিকরা। তবে মেদিনীপুর পৌর এলাকার জল নিকাশি ব্যবস্থা স্বাভাবিক করতে কংসাবতী নদীর অ্যানিকেট গেট খুলে দেওয়া হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us